October 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 9th, 2022, 7:59 pm

বাংলাদেশ ভালো কিছু করতে মুখিয়ে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামের উদ্দেশ্যে ভালো খেলার প্রত্যয়ে রোববার সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন মুমিনুলরা। সেখানে পৌঁছে সোমবার সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুরো দল অনুশীলনও করেছে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, ঘরের মাঠে ২৭ মাস ধরে জয়হীন বাংলাদেশ ভালো কিছু করতে মুখিয়ে। ১৫ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে স্বাগতিকরা এক সপ্তাহের মতো ক্যাম্প করার সুযোগ পাচ্ছে। যা আবার ঘরের মাঠে চলতি বছর মুমিনুলদের প্রথম টেস্টও! তবে আগের পাঁচ টেস্টের চারটিতেই হারের নজির থাকায় এবারও কাজটা মোটেও সহজ নয়। কেননা পুরো শক্তির দল নিয়েই দিমুথ করুণারত্নেরা বাংলাদেশে এসেছে। বাংলাদেশ দল অবশ্য জয়-পরাজয়ের চিন্তা না করে ভালো খেলতে মুখিয়ে আছে। খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘আমি জয়-পরাজয়ে যেতে চাই না। চাই আমরা যেন ভালো ক্রিকেট খেলি। যে পরিকল্পনা সেটা যেন ধরে রাখতে পারি। আমাদের শুরুটা ভালো করতে হবে, অনুশীলনটা ভালো করতে হবে। মনে হয় দক্ষতায় আমাদের কোনও সমস্যা নেই।’ এখন প্রথম টেস্টের আগে কঠোর অনুশীলনের মাধ্যমে ক্রিকেটাররা সেরা প্রস্তুতি নেবে- এমনটাই চাওয়া সুজনের। তিনি আরও যোগ করেছেন, ‘মানসিকতাটা গুরুত্বপূর্ণ। আমাদের পাঁচ দিন ভালো করতে হবে। ভালো জুটি গড়তে হবে। আমার বিশ্বাস আমরা ভালো করতে পারবো।’ করোনা শুরু হওয়ার আগে ঘরের মাঠে বাংলাদেশ সর্বশেষ জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাদের হারানোর ১২ মাস পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ খেলতে নামে। কিন্তু দ্বিতীয় সারির দলের বিপক্ষেও বাংলাদেশ জয়ের দেখা পায়নি। এরপর পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেও হারতে হয়েছে। সবমিলিয়ে ২৭ মাস ধরে বাংলাদেশ জয়হীন। আগামী ১৫ মে থেকে শুরু হতে যাওয়া টেস্টে বাংলাদেশ কী পারবে হারের বৃত্ত ভাঙতে? অপেক্ষা এখন ভালো কিছুর।