November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 15th, 2024, 8:01 pm

বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া দলে ধাক্কা

অনলাইন ডেস্ক :

সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আজ শনিবার বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার মেয়েদের। তবে সফরে আসার আগেই অজি মেয়েদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে চোট। চোটে পড়ে এই সফর থেকে ছিটকে গেছেন পেসার ডারিস ব্রাউন। শুধু বাংলাদেশ সফর নয়, বাঁ পায়ের হাড়ের সমস্যার কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে ব্রাউনকে। স্ক্যানে এই পেসারের বাঁ পায়ের নাভিকিউলার হাড়ে স্ট্রেস ধরা পড়েছে। একই ধরনের চোটে দুই ধাপে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন ব্রাউনের স্বদেশি পেসার টায়লা ভ্যালেমিককে।

বাংলাদেশ সফর দিয়ে দলে ফিরেছেন ভ্যালেমিক। ব্রাউনকে নিয়ে তাই বাড়তি সতর্ক অস্ট্রেলিয়ার মেডিক্যাল বিভাগ। ২১ বছর বয়সী এই পেসার চোট কাটিয়ে কবে মাঠে ফিরতে পারবেন, এ নিয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ধারণা করা হচ্ছে, তাঁর ফিরতে লম্বা সময়ই লাগবে।

আপাতত সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ব্রাউনের ফেরার মঞ্চ হিসেবে ভাবা হচ্ছে। ব্রাউনের জায়গায় ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে অফ স্পিনার গ্রেস হ্যারিসকে। ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার আগে শুধু টি-টোয়েন্টি দলে ছিলেন। অস্ট্রেলিয়া দলে চোট সমস্যা আছে আরো। স্টান্ডবাই দলে থাকা অলরাউন্ডার হেদার গ্রাহাম অপ্রকাশিত চোটে দলের সঙ্গে বাংলাদেশে আসছেন না।