November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 3rd, 2023, 8:28 pm

বাংলাদেশ সবার সঙ্গে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের স্বার্থে বাংলাদেশ সবার সঙ্গে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

তিনি বলেন, প্রতিটি দেশের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে।

যেহেতু আমরা জাতির পিতার দেওয়া নীতি অনুসরণ করছি- তাই সবার সঙ্গে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি। আমাদের লক্ষ্য আমাদের দেশের জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা।

রবিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী নির্বাচন বোর্ড-২০২৩-এ ভাষণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, তার সরকার সফলভাবে দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করেছে।

জনগণের জীবনযাত্রার উন্নয়নে সরকারের লক্ষ্যে সহযোগিতার জন্য তিনি সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধে জড়াব না। আমরা সবার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব।

তিনি বলেন, তার সরকারও সফলভাবে এই ধরনের সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতিতে ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ নীতি অনুসরণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না। আমরা শান্তিতে থাকতে চাই। তবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি নিতে হবে।

—-ইউএনবি