অনলাইন ডেস্ক :
বাইসাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিয়েছেন নিউজিল্যান্ডের এক নারী পার্লামেন্ট সদস্য (এমপি)। গত রোববার রাতে জুলি অ্যান জেনটার নামের ওই আইনপ্রণেতা নিজেই সামাজিক মাধ্যম ফেসবুকে এ তথ্য প্রকাশ করেন। বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জুলি অ্যান জেনটার দেশটির গ্রিন পার্টির একজন পার্লামেন্ট সদস্য। গত রোববার রাতে তিনি সাইকেল চালিয়ে হাসপাতালে যান। সেখানে তিনি সন্তানের জন্ম দেন। কয়েক ঘণ্টা পর তিনি ফেসবুকে লিখেন, ‘ভোর ৩টা ৪ মিনিটে আমাদের পরিবারের নতুন সদস্যকে পেয়েছি। সাইকেল চালিয়ে হাসপাতালে আসার পরিকল্পনা ছিল না। কিন্তু শেষ পর্যন্ত সেটিই করতে হয়েছে।’ জুলি জেনটার বলেন, ‘আমরা স্বাস্থ্যবান ও হাস্যোজ্জ্বল একটি শিশু পেয়েছি। ও দেখতে ঠিক তার বাবার মতো হয়েছে। সে এখন ঘুমাচ্ছে।’ তবে জুলি জেনেটারের বেলায় এমন ঘটনা নতুন নয়। এর আগে ২০১৮ সালে এভাবে বাইসাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে নিজের প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু