অনলাইন ডেস্ক :
সকাল থেকে সারা দেশের চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টির বাঁধা উপেক্ষা করেই মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ পুলিশ। স্বাধীনতা কাপে চমক দেখানো পুলিশের বিপক্ষে ১-০ গোলে জিতেছে সাইফ স্পোর্টিং ক্লাব। সাইফের হয়ে ৯২ মিনিটে গোল করেন নাইজেরিয়ান সেন্টার ব্যাক এমেরি বাইসেঙ্গে। পেটের পীড়ায় ভোগা সাইফের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে ছাড়াই একাদশ সাজান আর্জেন্টাইন কোচ আন্দ্র্বেস ক্রুসিয়ানি। তাই মধ্য মাঠে খানিকটা খেই হারায় তাঁরা। ২৯ মিনিটে পুলিশের এক ফুটবলারের ভুল পাসে গোলের সুযোগ তৈরি করে সাইফ। মাঠে জমে থাকা পানির কারণে ঠিকঠাক শট নিতে ব্যর্থ হন ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন। ৩৫ মিনিটে আবারো সু্যােগ এসেছিল সাইফের সামনে কিন্তু কাজে লাগাতে পারেনি তরুণ ফয়সাল আহমেদ ফাহিম। পুলিশের বক্সে মিডফিল্ডার রহিম উদ্দিনের আচমকা নেওয়া শট ফাহিমের মাথায় লেগে পোস্টের বাইরে চলে যায়। অল্পের জন্য গোল-বঞ্চিত হয় সাইফ। ৪৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন পুলিশের আমিরি। গোল পোস্ট ফাঁকা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি। রিয়াদুল রাফির দৃঢ়তায় এ যাত্রা বেঁচে যায় সাইফ। প্রথমার্ধ গোল শূন্য সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোলের খুঁজে থাকা দুই দলই আক্রমণাত্মক খেলতে থাকে। ৫৬ মিনিটে দারুণ এক গোলের সুযোগ তৈরি হয় পুলিশের। পোস্টে নেয়া দলটির বিদেশি খেলোয়াড় জার্মানির আদিল কুশকুশের শট সাইফের গোলরক্ষক মিতুল হাসান ঠেকিয়ে দেন। বড় বাঁচা বেঁচে যায় সাইফ। নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা দুই মিনিটের মাথায় নাটকীয়তার জন্ম দেয় সাইফ। ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে সাইফকে জয় এনে দেন এমেরি বাইসেঙ্গে। দিনের অপর ম্যাচে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা