অনলাইন ডেস্ক :
একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন রোববার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। কয়েক দিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে এখন অনেকটাই শঙ্কামুক্ত। শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো আছে তার। আফজাল হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। সে কারণে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি। জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আফজাল হোসেনকে। চিকিৎসকরা জানান নিউমোনিয়ায় আক্রান্ত তিনি।
পরে সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই অভিনেতা। টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও মঞ্চের মাধ্যমে অভিনয় জীবনের শুরু আফজাল হোসেনের। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন বরেণ্য এই অভিনেতা। জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেনের ওয়েব ধারাবাহিকের মধ্যে রয়েছে- লেডিজ অ্যান্ড জেন্টলমেন, রিফিউজি, কারাগার ও বোধ। এছাড়াও তিনি দুই জীবন, নতুন বউ, পালাবি কোথায়, ঢাকা অ্যাটাকসহ একাধিক সিনেমায়ও অভিনয় করেছেন।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ