নিজস্ব প্রতিবেদক :
আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলার আর কোনো শিডিউল নেই। সামনে কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শিগগিরই সেই সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। এতে দুই নতুন মুখ থাকতে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে এই দল থেকে বাদ পড়তে যাচ্ছেন মোহাম্মদ মিঠুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্টের অনুমোদনের জন্য বর্তমানে নির্বাচকদের তৈরিকৃত দলটি বিসিবির কাছে জমা রয়েছে। সেখান থেকেই এ আভাস মিলেছে। সর্বশেষ জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে অভিন্ন দল নিয়ে খেলেছে বাংলাদেশ। সেই দলে মোহাম্মদ মিঠুন থাকলেও কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তিনি। তাই অনুমিতভাবেই তাকে বাদ দেওয়া হচ্ছে। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তার থাকার সম্ভাবনা খুবই কম। আসন্ন সিরিজে বর্তমান স্কোয়াডের বাকি সব সদস্যই থাকছেন। সঙ্গে যোগ দেবেন মুশফিকুর রহিম ও ওপেনার লিটন দাস। তবে চোট পরবর্তী পুনর্বাসনে থাকা তামিম ইকবালের ফেরার সম্ভাবনা কম। নতুন করে দলে ডাক পেতে চলেছেন দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শহিদুল ইসলাম। অবশ্য তাদের কেবল অনুশীলনে ব্যাটসম্যানদের প্রস্তুতির জন্যই নেওয়া হচ্ছে। আবার কপাল সুপ্রসন্ন থাকলে সুযোগ পেয়েও যেতে পারেন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা