অনলাইন ডেস্ক :
আগামীকাল সোমবার প্রিমিয়ার লিগে ২১তম রাউন্ডে আবাহনী লিমিটেডকে আতিথিয়েতা দিতে যাচ্ছে বসুন্ধরা কিংস। এরইমধ্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হয়ে যাওয়ায় অস্কার ব্রুজনের দল চাইছিল এই ম্যাচ শেষে ট্রফি নিয়ে উৎসব করতে। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে তারা আবেদনও করেছিল। কিন্তু রোববার সেই আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগের মতো লিগের শেষ রাউন্ডের পর মাঠেই ট্রফি দিতে চাইছে বাফুফে। সাধারণত কয়েক বছর ধরে যেই দল চ্যাম্পিয়ন হয়েছে তারা শেষ ম্যাচের পরই ট্রফি পেয়ে আসছে। তাই বাফুফে এর ব্যতিক্রম করতে চাইছে না। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ভিডিও বার্তায় বলেছেন, ‘বসুন্ধরা কিংস ম্যাচ শেষে ট্রফি চেয়েছিল। কিন্তু আমরা আগের মতো শেষ ম্যাচের পরই ট্রফি দিতে চাই। এবারও ২২তম রাউন্ড শেষেই তাদের হাতে ট্রফি তুলে দেবো। আবাহনী লিমিটেডকেও রানার্সআপ ট্রফি সেভাবে দেবো।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা