অনলাইন ডেস্ক :
প্রথমবারের মতো বিশ্বকাপে ভারতকে হারিয়ে আনন্দে ভাসছে পাকিস্তান। ১০ উইকেটের বিশাল এই জয়ে গতরাত থেকে দেশটিতে রীতিমতো ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। ক্রিকেটাররাও আনন্দে ভাসছেন। তবে সতীর্থদের এখনই আনন্দে ভেসে যেতে বারণ করছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ড্রেসিংরুমে সতীর্থদের উজ্জীবিত করতে বাবর আজমের দেওয়া জ¦ালাময়ী বক্তব্য এখন সোশ্যাল সাইটে ভাইরাল। এই ঐতিহাসিক জয়ে অধিনায়ক এবং ওপেনার হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাবর। খেলেছেন ৫২ বলে ৬ চার ২ ছক্কা অপরাজিত ৬৮ রানের ইনিংস। ম্যাচ শেষে ড্রেসিংরুমে তিনি বলেন, ‘দেখো ভাই, এটা কারো ব্যক্তিগত অর্জন না, আমরা দল হিসেবে জিতেছি। তাই এটা ছেড়ে দেওয়া যাবে না। এই তো কেবল শুরু। আমি আবারও বলছি, এটা কেবল শুরু। এখন আনন্দ করো; কিন্তু অতিরিক্ত উত্তেজিত হয়ে যেয়ো না।’ বাবর আরও বলেন, ‘সামনে আমাদের আরও ম্যাচ আছে। সেদিকেও নজর দিতে হবে। আমরা একসাথে আনন্দ করব, তবে আমাদের মূল লক্ষ্য একটাই- বিশ্বকাপ জয়। তাই আমরা কখনো আত্মতুষ্টিতে ভুগব না। ফিল্ডিং, বোলিং, ব্যাটিং- যার সামনে যেই সুযোগ আসবে, শতভাগ দিয়ে চেষ্টা করব। দল হিসেবে আমাদের জিততে হবে। এখানে আমরা আনন্দ করব। ফিরে গিয়ে পরিবারের সঙ্গে আনন্দ করব। কিন্তু সবার কাছে অনুরোধ করছি, আনন্দে ভেসে যাবে না।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা