অনলাইন ডেস্ক :
সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে হলেও রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার এল ক্লাসিকো তার চরিত্র বদলায়নি একটুও। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচেও চিরাচরিত উত্তেজনা-উত্তাপ দেখা গেলো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। কিন্তু জয়টা হয়েছে নিখুঁত পারফর্মারদের। প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৩-০ তে বিধ্বস্ত করেছে বার্সা। টেক্সাসে কার্লো আনচেলত্তির দলের জন্য ব্যাপারটা দুর্ভাগ্যের বলতেই হবে। পাঁচবার গোলের কাছে গিয়েও তাদের শট গিয়ে আঘাত করেছে গোলপোস্টে। অথচ বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল মাদ্রিদই। কিন্তু তাদের চেয়ে ফিনিশিংয়ে বেশি নিখুঁত হওয়াতে সাফল্য পেয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। ১৫ মিনিটে পেদ্রির পাস থেকে জাল কাঁপান দেম্বেলে। পাঁচ মিনিট বাদে রিয়ালের সুযোগ ছিল সমতা ফেরানোর।
বার্সা ডিফেন্ডার বক্সে হ্যান্ডবল করলে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পেয়েছিল। কিন্তু ভিনিসিয়ুস জুনিয়র করে বসেন মারাত্মক ভুল। বল সরাসরি মেরে বসেন ক্রসবারে! রিয়ালকে এই উডওয়ার্ক হতাশ করেছে বার বার। প্রথমার্ধেই আবার ভিনিসিয়ুসের বল প্রথম চেষ্টায় আঘাত করে ক্রসবারে। তার পর জুড বেলিংহাম গোলকিপারকে কাটিয়ে হেড করলে সেটিও আঘাত করে পোস্টে! বিরতির আগ মুহূর্তে আবার কড়া চ্যালেঞ্জকে ঘিরে উত্তেজনা ছড়ায় দুই শিবিরে। পরিস্থিতি অবনতি হওয়ার আগেই হাফটাইমের বাঁশিতে কেটে গেছে তা। দ্বিতীয়ার্ধেও নিজেদের ভাগ্য ফেরাতে পারেনি রিয়াল।
এই অর্ধে আবারও শট আঘাত করে ক্রসবারে। বদলি নামানোর কৌশলটা শেষ দিকে কাজে দেয় বার্সার। ৮৫ মিনিটে স্কোর ২-০ করে দেন বদলি হয়ে নামা ফেরমিন লোপেজ। তার পর ভিনিসিয়ুস আবার ব্যর্থ হলে স্টপেজ টাইমে স্কোর ৩-০ করে দেন ফেরান তোরেস। ম্যাচের পর বার্সা কোচ জাভি হার্নান্দেস স্বীকার করেছেন যে, ‘এই ফল ভিন্ন হলেও হতে পারতো। ম্যাচের ফল কিন্তু বিভ্রান্তি ছড়াবে। কারণ মাদ্রিদ অনেক সুযোগ পেয়েছে। ফলে আমাদের অতিআত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই। ফল হয়তো আমাদের পক্ষে। কিন্তু আহামরি কোনো পারফর্ম করিনি, উন্নতির অনেক কিছু আছে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা