April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 29th, 2022, 7:34 pm

‘বার্সেলোনায় লেভানদোভস্কিকে পাওয়া আশীর্বাদ’

অনলাইন ডেস্ক :

টানা দুই ম্যাচে দুটি করে গোল- পরিসংখ্যানই বলছে কতটা ছন্দে আছেন রবের্ত লেভানদোভস্কি। রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে পোলিশ স্ট্রাইকারের পারফরম্যান্সে মুগ্ধ শাভি এরনান্দেস। বার্সেলোনা কোচের চোখে লেভানদোভস্কি সহজাত নেতা। এমন একজনকে দলে পেয়ে উচ্ছ্বসিত তিনি। কাম্প নউয়ে গত রোববার লা লিগার ম্যাচে ভাইয়াদলিদকে ৪-০ গোলে হারায় বার্সেলোনা। দুই অর্ধে একটি করে গোল করেন লেভানদোভস্কি। শুরুতে ও শেষে পোস্ট আর ক্রসবার বাধা হয়ে না দাঁড়ালে হ্যাটট্রিকও হয়ে যেত তার। আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দলের ৪-১ গোলের জয়েও দুই অর্ধে একবার করে জালের দেখা পান লেভানদোভস্কি। আসরে তিন ম্যাচে তার গোল হলো ৪টি। খেলার পরিসংখ্যান নিয়ে কাজ করা অপটার তথ্য অনুযায়ী, ২০১১ সালে আতলেতিকো মাদ্রিদের হয়ে রাদামেল ফালকাওয়ের পর প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় নিজের প্রথম তিন ম্যাচে চার গোল করলেন লেভানদোভস্কি। আর একুশ শতকে বার্সেলোনার প্রথম খেলোয়াড় হিসেবে এটি করে দেখালেন তিনি। চলতি গ্রীষ্মের দলবদলে অনেক নাটকীয়তার পর বায়ার্ন মিউনিখ থেকে লেভানদোভস্কিকে দলে টানে বার্সেলোনা। জার্মান ফুটবলে গোলের বন্যা বইয়ে দিলেও ৩৪ বছর বয়সী তারকা স্প্যানিশ ফুটবলে এসে কেমন করবেন, সেই সংশয় ছিল অনেকের। তনে নতুন ঠিকানায় মানিয়ে নিতে খুব বেশি সময় লাগেনি তার। ভাইয়াদলিদ ম্যাচের পর সংবাদ সম্মেলনে লেভানদোভস্কিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শাভি। গোল করা ছাড়াও এই তারকার অন্যান্য দিকগুলোও তুলে ধরেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার। “সে ভালো আছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে। এখানে পার্থক্য গড়ে দিতে তার একটি বড় দায়িত্ব আছে, সে আক্রমণে অনেক কিছু করে এবং তরুণদের সঙ্গে কথা বলে। সে সহজাত নেতা, আমাদের সাহায্য করে। তাকে দলে পাওয়া আশীর্বাদ। সে গোলও করে, চমৎকার।”