April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 29th, 2022, 7:52 pm

বার্সেলোনা ন্যু ক্যাম্পে মেসির অবসর চাইছে

অনলাইন ডেস্ক :

শৈশব ক্লাব। তার চেয়ে বড় কথা বার্সেলোনার প্রতীক হয়ে উঠেছিলেন লিওনেল মেসি। নিজের ফুটবল শৈলীতে বিশ্বকে যেমন মোহিত করেছেন, তেমনি সাফল্যের ভেলায় ভাসিয়েছেন কাতালানদের। অথচ সেই ক্লাব থেকে তার বিদায় হয়েছে কিনা অনেকটা রাগে-ক্ষোভে। মেসি যেমন ভরা ন্যু ক্যাম্পে বিদায় নিতে পারেননি, তেমনি তার কোটি ভক্তও বঞ্চিত হয়েছেন এই সুযোগ থেকে। তবে তাদের সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি সম্ভবত। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার কথায় তেমনই ইঙ্গিত। মেসিকে আবার বার্সেলোনায় ফেরানোর জোর গুঞ্জন উঠেছে। সেখানে আরও রসদ জোগালেন খোদ বার্সা সভাপতি। তিনি জানিয়েছেন, বার্সেলোনা আবার মেসিকে ন্যু ক্যাম্পে দেখতে চায় এবং আর্জেন্টাইন অধিনায়কের শেষটা যেন এখানেই হয়। কারণ তারা বিশ্বাস করে, বার্সেলোনায় মেসির শেষটা মোটেও ভালোভাবে হয়নি। গত বছরের গ্রীষ্মের দলবদলে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দিয়েছেন মেসি। কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি টান্সফারে পার্ক ডু প্রিন্সেসে পাড়ি দিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। আর্থিক সমস্যার কারণে মেসিকে রাখতে পারেনি বলে জানিয়েছিল বার্সেলোনা। হঠাৎই ক্লাব ছেড়ে যাওয়ায় মেসিকে বিদায় পর্যন্ত দিতে পারেনি কাতালানরা। এ নিয়ে তার ভক্তকূলের আক্ষেপের শেষ নেই। এই অবস্থায় বার্সেলোনা মেসিকে ফেরানোর চিন্তা-ভাবনা করছে। এবারের মৌসুমে হয়তো সম্ভব নয়, তবে মেসির বিদায়টা ন্যু ক্যাম্পে হোক, এমনটা প্রত্যাশা লাপোর্তার। বার্সা সভাপতি বলেছেন, ‘আমাদের সবার যেভাবে চাওয়া, সেভাবে মেসির বার্সেলোনা অধ্যায় শেষ হয়নি। আর্থিক কারণে বিশেষ অবস্থায় এটির সমাপ্তি হয়েছিল। আমরা নৈতিকভাবে একটা ঋণী আছি।’ এরপরই লাপোর্তা জানালেন, মেসিকে বার্সেলোনায় এনে অবসর দেওয়ার চিন্তা-ভাবনা তাদের। কাতালান ক্লাবটির প্রধানের বক্তব্য, ‘এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের চাওয়া, মেসির ক্যারিয়ার যেন বার্সেলোনায় শেষ হয়। ন্যু ক্যাম্প জুড়ে ভক্তদের করতালিতে সে মাঠ ছেড়ে যাবে- এই দৃশ্যটা আমাদের প্রত্যাশা।’