November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 4th, 2022, 7:47 pm

বার্সেলোনা ফিরে আসছে : লাপোর্তার হুমকি

অনলাইন ডেস্ক :

শীতকালীন ট্রান্সফার মার্কেটে চমক দেখানোর ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিল বার্সেলোনা। করোনায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়া কাতালান ক্লাবটি ট্রান্সফার মার্কেটে নিজেদের কতটুকু মেলে ধরতে পারে তা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু সবার আগে বার্সেলোনাই জানুয়ারি ট্রান্সফার মার্কেটে ম্যানচেস্টার সিটি থেকে ফরোয়ার্ড ফেরাস তোরেসকে দলে নেবার ঘোষনা দিয়েছে। গত সোমবার ক্যাম্প ন্যুতে তোরেসের সাথে সমর্থকদের পরিচয় করিয়ে দিয়ে ক্লাব সভাপাতি হুয়ান লাপোর্তা বলেছেন, ‘সবাই প্রস্তুত হও, বার্সেলোনা ফিরে আসছে।’ ডর্টমুন্ডের তারকা স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্ডকেও দলে ভেড়ানোর গুঞ্জন ছিল। ক্লাবের আর্থিক ক্ষতি সত্তেও লাপোর্তা এ সম্পর্কে বলেছেন, ‘একটি শীর্ষ দল গঠনের জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে সবই সম্ভব। আমি নিশ্চিত আমরা পারবো। শীর্ষ খেলোয়াড়রা বার্সেলোনায় যোগ দিতে চায়, আমরাও তাদের সাথে আছি। মার্কেটে আমরা চমক দেখাতে চাই। বড় খেলোয়াড়দের নিয়ে দল গঠনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’ স্প্যানিশ তরুন ফরোয়ার্ড তরেসকে সকলের সাথে পরিচয় করিয়ে দেবার সময় লাপোর্তা বলেছেন, সে বয়সে এখনো তরুণ, কিন্তু তার মধ্যে অনেক অভিজ্ঞতা আছে। তরেস বার্সেলোনায় খেলতে রাজী হওয়ায় আমরা দারুন আনন্দিত। সে একজন অসাধারণ খেলোয়াড়।’ ম্যানচেস্টার সিটি থেকে ২১ বছর বয়সী ফেরান তোরেসকে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে ৫ কোটি ৫০ লাখ ইউরো দিয়ে কিনে এনেছে বার্সেলোনা। তবে তাঁকে কবে মাঠে নামানো যাবে, এ প্রশ্নের উত্তর দেওয়া যাচ্ছে না। ক্লাবের বেতন খরচ সীমার ওপরে থাকায় নতুন খেলোয়াড় নিবন্ধন করা যাচ্ছে না। এ কারণেই দানি আলভেজকেও খেলাতে পারছে না বার্সেলোনা। এ সমস্যার মধ্যেও ক্লাব সদস্যরা স্টেডিয়াম পুন:নির্মাণের জন্য ১৫০ কোটি ইউরো ব্যয়ের প্রস্তাব পাস করেছেন। তোরেসের পর স্পেন জাতীয় দলের আরেক খেলোয়াড়কেও দলে টানতে চাইছে বার্সা। জুভেন্টাস থেকে আলভারো মোরাতাকে ধারে টানতে চাইছে কাতালান ক্লাবটি। ২০২০ সালের গ্রীষ্মে ভ্যালেন্সিয়া থেকে সিটিতে যোগ দিয়ে ইতিহাদ স্টেডিয়ামে ১৬ মাস কাটিয়েছিলেন তরেস। এই সময়ের মধ্যে সব ধরনের প্রতিযোগিতায় ৪৩ ম্যাচে করেছেন ১৬ গোল। অক্টোবরে স্পেনের হয়ে খেলতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েছেন এই তরুন। তবে আগামী ১২ জানুয়ারি রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের আগে তার দলে ফেরার আশা করা হচ্ছে।