ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের গুলিতে চট্টগ্রামের মিরসরাই বারইয়ারহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. রেজাউল করিম খোকনসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী নদীর মুহুরী প্রজেক্ট এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ মীমাংসার জন্য সকালে বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. রেজাউল করিম খোকন নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যাওয়ার পথে ফেনীর সোনাগাজীর এক চেয়ারম্যানের নেতৃত্বে তাদের ওপর গুলি চালানো হয়। এতে খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়।
আহত অন্য দু’জন হলেন-যুবলীগ নেতা সাঈদ খান দুখু ও অশোক সেন।
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূর হোসেন মামুন জানান, বালু উত্তোলন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ফেনীর সোনাগাজীতে বারইয়ারহাট পৌর মেয়রসহ তিনজনের ওপর অর্তকিত হামলা চালিয়ে মেয়রসহ তিনজনকে আহত করেছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি