অনলাইন ডেস্ক :
এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ এর বাছাইপর্বে শুরুটা বেশ ভালোই হলো বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে রুখে দিয়েছে ছেলেরা। বাহরাইনের আরাদে আল মুহাররাক স্টেডিয়ামে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক দলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ ভুটান, কাতার ও নেপাল। নিজেদের পরের ম্যাচে সোমবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। গত শনিবারের অন্য ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের টেবিলে শীর্ষে আছে ভুটান। বাহরাইন ও বাংলাদেশের পয়েন্ট সমান ১ করে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা