November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 5th, 2021, 8:45 pm

বাড়ছে ডঙ্গেুর প্রকোপ, হাসপাতালে র্ভতি শতাধকি রোগী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

করোনা সংক্রমণ ও মৃত্যুরোধে চলমান কঠোর লকডাউন পরস্থিতিতিে মরার ওপর খাঁড়ার ঘা হসিবেে এডসি মশাবাহতি ডঙ্গেু রোগ আবর্ভিূত হচ্ছ।ে সম্প্রতি ডঙ্গেু আক্রান্ত হয়ে সরকারি ও বসেরকারি হাসপাতালে র্ভতি রোগীর সংখ্যা বাড়ছ। ভর্তি হওয়া রোগীদরে মধ্যে শশিু-বৃদ্ধসহ সব বয়সীরাই রয়ছেনে। স্বাস্থ্য অধদিপ্তররে স্বাস্থ্য তথ্য ইউনটিরে (এমআইএস) সহকারী পরচিালক ও হলেথ ইর্মাজন্সেি অপারশেন অ্যান্ড কন্ট্রোল রুমরে দায়ত্বিপ্রাপ্ত র্কমর্কতা ডা. কামরুল কবিরয়িা জানান, গত ২৪ ঘণ্টায় (৪ জুলাই সকাল ৮টা থকেে ৫ জুলাই সকাল ৮টা র্পযন্ত) রাজধাীসহ সারাদশেে ৩৯ জন ডঙ্গেু রোগী হাসপাতালে র্ভতি হয়ছেনে। তাদরে মধ্যে ৩৮ জন রাজধানীর সরকার-িবসেরকারি হাসপাতাল ও একজন ঢাকার বাইররে হাসপাতালে র্ভতি হন। তনিি বলনে, এ নয়িে সারাদশেরে বভিন্নি হাসপাতালে মোট র্ভতি রোগীর সংখ্যা ১২০ জনে দাঁড়াল। মোট র্ভতি রোগীর মধ্যে ১১৭ জন রাজধানীতে ও তনিজন ঢাকার বাইররে হাসপাতালে র্ভতি রয়ছেনে। ডা. কামরুল কবিরয়িা আরও জানান, চলতি বছররে ১ জানুয়ারি থকেে ৫ জুলাই র্পযন্ত মোট ৫০৪ জন রোগী র্ভতি হন। তাদরে মধ্যে ৩৮৪ জন চকিৎিসা শষেে সুস্থ হয়ে বাড়ি ফরিছেনে। খোঁজ নয়িে জানা গছে,ে মাত্র ১৫ দনি আগওে রাজধানীতে গড়ে প্রতদিনি একজন কংিবা দুজন রোগী র্ভতি হতনে। কন্তিু দুই সপ্তাহ ধরে হাসপাতালগুলোতে ডঙ্গেু আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ বড়েে গছে।ে কোনো কোনো রোগীকে আইসইিউতে র্পযন্ত নতিে হচ্ছ।ে স্বাস্থ্যি অধদিপ্তররে মুখপাত্র পরচিালক (সংক্রামক ব্যাধি নয়িন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম করোনা পরস্থিতিি সর্ম্পকতি প্রসে ব্রফিংিয়ে গত রোববার বলনে, করোনা সংক্রমণরে পাশাপাশি ডঙ্গেুর প্রকোপ বাড়ছ।ে র্বষাকালে থমেে থমেে বৃষ্টরি কারণে এডসি মশার বংশবস্তিার ঘট।ে তনিি এডসি মশার প্রজননস্থলে পানি জময়িে না রখেে নয়িমতি ফলেে দয়োর পরার্মশ দনে। এছাড়া জ¦র হলে ঘরে বসে না থকেে ডঙ্গেু জ¦র ক-িনা পরীক্ষা করে নশ্চিতি হওয়ার অনুরোধ জানান অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।