বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু করোনায় আক্রান্ত হয়েছেন। ইউএনবির সাথে আলাপকালে তিনি জানান, বৃহস্পতিবার তিনি কোভিড-১৯ পরীক্ষা করেন এবং তার রিপোর্ট পজিটিভ এসেছে।
বিএনপি নেতা বলেন, গত কয়েকদিন ধরে আমি কাশি ও হাঁচিতে ভুগছি। এখন বাসায় আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি।
তিনি তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
বুলু জানান, নোয়াখালীতে তাদের দলের সমাবেশে যোগ দেয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে তিনি এখন সেখানে যেতে পারছেন না। অনুষ্ঠান সফল করতে স্থানীয় নেতা-কর্মীদের ফোনে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলেও জানান তিনি।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে নোয়াখালী জেলা বিএনপি।
—ইউএনবি
আরও পড়ুন
গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই: জামায়াতের আমীর
জুলাই-আগস্ট বিদ্রোহে ৮৭৫ জন শহীদের মধ্যে ৪২২ জনই বিএনপির: ফখরুল
সাভারে আ.লীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতা নাঈমকে হত্যাচেষ্টার অভিযোগ