অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঘুষ লেনদেনের অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম মামলাটি তদন্তের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়, বিগত সরকারের আমলে শীর্ষ দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছ থেকে ঘুষ গ্রহণ করে মাসুদ তাদের অনিয়মের পৃষ্ঠপোষকতা করেছেন।
হলমার্ক ও বিসমিল্লাহ মামলাসহ ২৪টি বড় ঘটনায় ৯২ হাজার কোটি টাকা পাচারে নীরব ভূমিকা পালন করেন তিনি।
উপরন্তু, বিএফআইইউ’র নগদ লেনদেন প্রতিবেদন (সিটিআর) যাচাই করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এই তদারকির পিছনে প্রাথমিক ব্যক্তি হিসাবে মাসুদকে চিহ্নিত করা হচ্ছে।
এসব অভিযোগে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি উঠে আসলে ব্যবস্থা নেয় দুদক।\
—–ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম