March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 7th, 2021, 9:23 pm

বিএমডিএর চেয়ারম্যান হলেন বেগম আখতার জাহান

অনলাইন ডেস্ক :

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাজশাহীর প্রবীণ আওয়ামী লীগ নেত্রী বেগম আখতার জাহান। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য কোনো প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পরবর্তী দুই বছরের জন্য বেগম আখতার জাহানকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। বিএমডিএ সূত্র জানায়, বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে ড. আকরাম হোসেন চৌধুরী। ২০১৫ সালে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি। পরে দ্বিতীয় দফায় ২০১৭ সালের ৩ আগস্ট তার চুক্তির মেয়াদ বাড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়। সে হিসেবে আগামী ৩ আগস্ট শেষ হবে বর্তমান চেয়ারম্যানের মেয়াদ। ওই দিনই নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করবেন বেগম আখতার জাহান। উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো রাজশাহীর সংরক্ষিত নারী আসন-৫ এর সংসদ সদস্য নির্বাচিত হন বেগম আখতার জাহান। রাজনীতির বাইরেও নারীর ক্ষমতায়নে দীর্ঘদিন ধরেই কাজ করছেন আওয়ামী লীগের এই প্রবীণ নেত্রী। এ কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে বেগম রোকেয়া পদকে ভূষিত হন তিনি।