অনলাইন ডেস্ক :
আফগানিস্তানে চলমান তালেবানবিরোধী বিক্ষোভকারীদের ওপর তালেবানের সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভোয় এক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে কথা জানিয়েছেন, সংস্থাটির অধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি জানানো হয়। তিনি বলেন, তালেবানের প্রতি শান্তিপূর্ণ বিক্ষোভে অবিলম্বে শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। পাশাপাশি বিক্ষোভের খবর সংগ্রহকারী সংবাদকর্মীদের নির্বিচারে আটক বন্ধেরও আহ্বান জানায় সংস্থাটি। তারা জানায়, বিক্ষোভ দমাতে তালেবান লাঠি, চাবুক ও গোলাবারুদ ব্যবহার করছে। গত কয়েকদিনের বিক্ষোভে তালেবানের হাতে অন্তত চার জন নিহত হয়েছে। এছাড়াও বিক্ষোভে অংশগ্রহণকারীদের ঘরে ঘরে তল্লাশি চালানোরও খবর পাওয়া গেছে। এদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস জানিয়েছেন, আফগানিস্তানের অর্থনৈতিক মন্দা সন্ত্রাসীদের জন্য উপহার স্বরূপ। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত আফগান দূত গুলাম ইসাকজাই তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু