April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 10th, 2022, 8:20 pm

বিজয়নগরে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বোরো ধান সংগ্রহ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১০ মে) দুপুর ১২ টায় উপজেলা খাদ্য গুদাম চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুর আলী , ভারপ্রাপ্ত কর্মকর্তা চান্দুরা খাদ্য গুদাম আফসার উদ্দিন, এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুর আলী ও ওসিএলএসডি চান্দুরা, আফসার উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহ করা হচ্ছে যা ৩১ আগস্ট পর্যন্ত চলবে, কৃষকের অ্যাপসের মাধ্যমে কৃষকের কাছ থেকে সিদ্ধ চাল ও ধান সংগ্রহ করা হচ্ছে, চাউল সিদ্ধ ৪০ টাকা এবং আতপ চাউল ৩৯ টাকা কেজি দরে এবং ধান ২৭ টাকা কেজি দরে ক্রয় করা হচ্ছে, প্রতি কৃষক তিন টন ধান বিক্রি করতে পারবে, ৫৯৭ জন কৃষকের কাছ থেকে ১৭৯২ টন ধান এবং রাইসমিল হতে সিদ্ধ চাউল ৮৫৮ টন ক্রয় করা হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিল মালিক সমিতির সভাপতি সুধা বিন্দু সাহা, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী হাজী ইয়াকুব, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান লিটন, ধান বিক্রি করতে আসা উপস্থিত কৃষক বৃন্দ।