জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে নেপাল দাস (৩৫) নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল থেকে তার লাশ নিয়ে যায় বিজিবি। নেপাল ২০-বিজিবি পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্য ছিলেন। তিনি ফরিদপুরের মধুখালী মেঘচামী এলাকার নারায়ণ দাসের ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রার খাতায় জয়পুরহাট ২০-বিজিবি সদস্য হিসেবে নেপালের নাম লেখা হয়। এ সময় তার পোশাক রক্তাক্ত অবস্থায় ছিল। এরপর বিজিবি সদস্যরা হাসপাতাল মর্গে লাশ রেখে নিজেরা পাহারা দিচ্ছিলেন। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে ময়নাতদন্ত শেষে বিজিবি সদস্যরা অ্যাম্বুলেন্স করে তার লাশ ক্যাম্পে নিয়ে যান। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের নেপাল চন্দ্র দাস নামে এক সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে আমরা গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় পেয়েছি। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে তার লাশ নিয়ে গেছে বিজিবি। জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বিজিবির পোশাক পরা অবস্থায় এক ব্যক্তির লাশ হাসপাতালে আনার খবরে সেখানে গিয়েছিলাম। ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মরদেহের বুকে গুলির চিহ্ন আছে। এ বিষয়ে সদর থানায় একটি স্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। এদিকে এ বিষয়ে জানতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলামের মোবাইল নম্বরে কলে দিলে তিনি রিসিভ করেননি। এ ছাড়া সকালে বিজিবির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের কথা থাকলেও এখনো হয়নি।
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ