জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জাতীয় দূর্যোগপ্রস্তুতি দিবসে র্যালি, মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
“মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, বৃহস্পতিবার ১০ মার্চ বেলা ১২ টায় উপজেলা কম্পাউন্ডে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি শেষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিলডিফেন্সের সদ্যরা অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহীনুর জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার এএইচ ইরফান উদ্দিন আহম্মেদ, সহকারিক মিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মোশারফ হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির এজি এম জহিরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মৃনাল চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা নির্বাহি অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ বলেন,দুর্যোগ ঝুঁকি বিশ্ব ব্যাপী ক্রমেই বাড়ছে, এর মূলকারণ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন,বাংলাদেশ এর অন্যতম, ঘনবসতিপূর্ণ এ দেশে আগুন লাগা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশীহওয়ায়, ভবিষ্যৎ বিপদের কথা ভেবে জনসচেতনতা সৃষ্টির লক্ষে এ মহড়ার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি