জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় মাদক উদ্ধার অভিযান ও বিভিন্ন মামলার আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো: আনিসুর রহমান এর নির্দেশক্রমে বিজয়নগর থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের লক্ষ্যে এক সাঁড়াষি অভিযান পরিচালনা করেন। অভিযান কালে এসআই মোঃ জুয়েল রানা ভূইয়া সঙ্গীয় অফিসার এএসআই আব্দুল ওয়াদুদ ৩০ কেজি গাঁজাসহ আসামী মোঃ আল আমিন ও মোঃ খাইরুল ইসলামকে গ্রেফতার করেন।
থানায় কর্মরত এসআই মো: আব্দুর রশীদ সঙ্গীয় এএসআই সৈয়দ নাছির উদ্দিন ও ফোর্সসহ ৪ কেজি গাঁজাসহ আসামি মোঃ স্বপন মিয়াকে গ্রেফতার করেন। সে উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের শাহ আলমের ছেলে।
এসআই মোঃ ইউসুফ আলী মজুমদার সঙ্গীয় ফোর্সসহ বিজয়নগর থানার মামলা নং-৩০(০৮)২২ এর আলামত ১ টি চোরাই গরু উদ্ধার পূর্বক ২ জন আসামি মো: মামুন মিয়া ও রাকিব মিয়াকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সুপর্ধ করা হয়েছে।
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ