March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 18th, 2023, 8:39 pm

বিটিভিতে বিতর্কের বিষয়, কেমন শ্বশুর চাই!

অনলাইন ডেস্ক :

দেশে একটা প্রচলিত বিতর্ক আছে, পাত্র পক্ষ নাকি বিয়ের সময় কনের চেয়ে তার বাবার অর্থনৈতিক বা সামাজিক অবস্থানটা বিবেচনা করে! এবার সেই বিতর্কটির সমাধান খোঁজার চেষ্টা করছে দেশের প্রধান রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি। বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ঈদ অনুষ্ঠানগুলোর একটি ‘রম্য বিতর্ক’। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও তৈরি হয়েছে নতুন পর্ব। এবারের পর্বে আলোচনার বিষয় ‘কেমন শ্বশুর চাই’। যেখানে তর্ক-বিতর্কে অংশ নেবেন দেশসেরা চারজন বিতার্কিক। তারা কেউ চাইবেন বাড়িওয়ালা শ্বশুর, প্রবাসী শ্বশুর, ক্ষমতাবান শ্বশুর আর কেউ চাইবেন চালাক-চতুর শ্বশুর। এই বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। এমন বিতর্ক আয়োজন প্রসঙ্গে প্রযোজক মাহফুজার রহমান বলেন, ‘রম্য বিতর্ক অনুষ্ঠানটি শুধু ভাঁড়ামোই নয়, এখানে গুরুত্বপূর্ণ বার্তাও থাকে। এই পর্বেও তেমন বিশেষ বার্তা আছে। বর্তমানে আমাদের সমাজে ছেলেদের মধ্যে দেখা যাচ্ছে বিয়ে করার ক্ষেত্রে তারা পাত্রী অপেক্ষা শ্বশুরের অবস্থানকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই ব্যাপারটির মধ্যে কতখানি ইতিবাচকতা আছে, প্রয়োজনীয়তা আছে বা আদৌ আছে কি না, তা নিয়ে হাস্য-রসাত্মকভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।’ রুবাইয়াত রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন দুপুর ১টা ১০ মিনিটে।