November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 19th, 2022, 7:45 pm

‘বিদায়’ ইস্যুতে যা বললেন মুশফিকের স্ত্রী

অনলাইন ডেস্ক :

মাঠের খেলা মাঠেই থাকছে। তবে মাঠের খেলাকে তাতিয়ে দেওয়ার অনুষঙ্গ অনেক সময় মাঠের বাইরে থেকেই আসে। যেমনটা শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, তাদের চাওয়া সিনিয়ররা হাসিমুখে বিদায় নিক। তারা সিদ্ধান্ত নিতে বিলম্ব করলে বিসিবিই সিদ্ধান্ত নেবে। প্রচ্ছন্নভাবে ইঙ্গিতটা ছিল মুশফিকুর রহিমের প্রতি। কারণ টি-২০ তে তার ফরম ভালো নয়। গত বছর বিশ্বকাপের পরও দল থেকে বাদ পড়েছিলেন। সবচেয়ে বড় কথা চলতি বছরের টি-২০ বিশ্বকাপের জন্য টিম ম্যানেজমেন্টের ভাবনায় নেই এ অভিজ্ঞ ব্যাটসম্যান। মূলত সম্মানের সঙ্গে এ ফরম্যাটকে বিদায় বলার আহ্বানই জানিয়েছিলেন বিসিবি সভাপতি। চাপের অগ্নিগর্ভে থেকেই চট্টগ্রাম টেস্টে বুধবার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেছেন মুশফিক। তার আগে সাগরিকায় বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রান করার গৌরব অর্জন করেছেন তিনি। চিরাচরিতভাবে মুশফিক ২২ গজে ব্যাট হাতেই জবাব দিচ্ছেন। কিন্তু স্বামীর অর্জন দেখে নিজেকে স্থির রাখতে পারেননি মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন তিনি। অভিজ্ঞ এ ব্যাটসম্যানের সেজদাহরত ছবি দিয়ে ইন্সটাগ্রামে পোস্ট দিয়েছেন মন্ডি। বিসিবি সভাপতির বক্তব্যকে ইঙ্গিত করেই মুশফিকের সহধর্মিণী বুধবার লিখেছেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নেব ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো?? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।’ ক্ষোভের বিস্ফোরণই করেছেন জান্নাতুল কেফায়েত মন্ডি। কিন্তু এ ঘটনা এখানেই থামবে কিনা বলা কঠিন।