April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 2nd, 2023, 8:28 pm

বিদেশিরা ২ বছর কানাডায় কোনো সম্পত্তি কিনতে পারবেন না

অনলাইন ডেস্ক :

কানাডায় বিদেশিদের সম্পত্তি কেনার ব্যাপারে কড়া অবস্থান নিয়েছে সে দেশের সরকার। বিদেশিরা আগামী ২ বছর কানাডায় কোনো সম্পত্তি কিনতে পারবেন না। কেবল মাত্র কানাডার নাগরিকরা সম্পত্তি কিনতে পারবেন। এ ছাড়া অন্য দেশ থেকে যাওয়া সে দেশের স্থায়ী বসবাসকারী এবং শরণার্থীদের সম্পত্তি কিনতে নিষেধাজ্ঞা রোববার থেকে কার্যকর হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা কেবল মাত্র শহরের ভিতর বসতির জন্য। তবে বিনোদনের জন্য কোনো জায়গা কিনতে পারবেন বিদেশিরা। ২০২১ সালেই নির্বাচনী প্রতিশ্রুতিতে এই বিষয়টির আশ্বাস দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ঘরের অভাবে স্থানীয়রা বাড়ি পাচ্ছিলেন না বলে ক্ষোভ তৈরি হয়েছিল। বাড়ির মালিকানার বিষয়টি নিয়ে ক্ষোভ ছিল কানাডিয়ানদের। নির্বাচনের সময় ট্রুডোর দল লিবেরাল পার্টি বলেছিল, “কানাডাবাসীর জন্য যে ঘর প্রত্যাশিত, তা বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের হচ্ছে। এটা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। এর জেরে ঘরের দাম বেড়ে যাচ্ছে, হাউজিং খালি থাকছে। বাড়ি মানুষের জন্য। বিনিয়োগকারীদের জন্য নয়।” ২০২১ সালে ক্ষমতায় আসার পর হাউসিং সংক্রান্ত এই প্রোহিবিশন অন দ্য পারচেজ অফ রেসিডেন্সিয়াল প্রপার্টি বাই নন কানাডিয়ান অ্যাক্ট পাশ করেন ট্রুডো। এমনকি ভ্যানকুভের, টরোন্টোর মতো জায়গায় বিদেশিদের হাতে থাকা খালি বাড়িতে কর বসানোও শুরু করা হয়েছে। তবে কানাডার রিয়েল এস্টেট বাজারে শীতলতার অন্য কারণ ব্যাঙ্কের চড়া সুদ। মূল্যবৃদ্ধি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে ব্যাঙ্কগুলি। যার জেরে বাজার স্থিতিশীল। এই পরিস্থিতির মোকাবিলায় বিদেশি ক্রেতাদের ব্যান করার প্রস্তাব দেয় অনেক বিশেষজ্ঞ।