April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 24th, 2023, 7:32 pm

বিদেশের মাটিতে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

অনলাইন ডেস্ক :

দেশের দর্শকদের ভালোবাসা জয় করে বিদেশের মাটিতে মুক্তি পেতে যাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা। আগামী ১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় সিনেমাটি মুক্তি পাবে ঢাকাই সিনেমার হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভর সিনেমাটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এরইমধ্যে মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বঙ্গজ ফিল্মস অষ্ট্রেলিয়া। সিনেমাটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় রিলিজের মাধ্যমে বিশ্বব্যাপী রিলিজিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম (যুক্তরাষ্ট্র প্রথম) মার্কেট হিসেবে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। আশা করি ‘‘ব্ল্যাক ওয়ার’’ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের মন জয় করতে সমর্থ্য হবে।’ পরিবেশক তানিম আল মিনারুল মান্নান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে স্মার্ট আর বাস্তবধর্মী পুলিশ অ্যাকশান থ্রিলার সিনেমা মিশন এক্সট্রিম। ব্ল্যাক ওয়ার সেই ধারাকে অনেক উপরে নিয়ে গেছে। ইতোমধ্যেই বাংলাদেশের সাধারণ দর্শকদের স্বতঃস্ফূর্ত প্রশংসা সেই ইঙ্গিত দিচ্ছে। সিনেমাটি দেখার জন্য অষ্ট্রেলিয়ায় ববসবাসরত বাংলাদেশিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা তাসকিন রহমান আর সাদিয়া নাবিলার দুর্দান্ত অভিনয় অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য বাড়তি উৎসাহ যুগিয়েছে। পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। চিত্রনায়িকা ববি হকের একটি বিশেষ উপস্থিতি পাওয়া যাবে একটি গানে।