April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 5th, 2021, 7:47 pm

বিধিনিষেধ তুলে নিলে ‘নতুন ভ্যারিয়েন্ট’ ফ্যাক্টরি হবে ব্রিটেন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

যুক্তরাজ্যে করোনার সব বিধি নিষেধ উঠিয়ে নেয়া হলে দেশটি ভাইরাসের ‘নতুন ভ্যারিয়েন্ট’ ফ্যাক্টরিতে পরিণত হবে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এরই মধ্যে ডেল্টা ধরনে দেশটিতে সংক্রমণ আবারো বাড়তে শুরু করলেও স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন নাগরিকদের সুরক্ষায় ১৯শে জুলাই বিধি নিষেধ উঠিয়ে নেয়া হবে। দেশটির আবাসন মন্ত্রী রবার্ট জেনরিক জানিয়েছেন, ১৯ জুলাই সম্পূর্ণ ভাবে লকডাউন তুলে দেয়ার কথা ভাবছে সরকার। এ বারে সাধারণ মানুষের হাতে দায়িত্ব তুলে দেয়া হবে। প্রয়োজনীয়তা বুঝে মাস্ক পরার দায়িত্ব মানুষকেই নিতে হবে। এদিকে ডেল্টার কারণে বাড়তে থাকা সংক্রমণ মোকাবিলায় সোমবার থেকে নতুন বিধি নিষেধ আরোপের ঘোষণা দিয়েছে ইরান। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে আবারো সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। ডেল্টার প্রভাবে মহামারি শুরুর পর একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হল দক্ষিণ আফ্রিকায়। বিশ্বে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৭ জন। একদিনে শনাক্ত ৩ লাখ ২৭ হাজারের বেশি। ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার (৫ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৯৩ হাজার ৩১৯ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৫১ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৮৯ লাখ ৭ হাজার ১৮১ জন।