নিজস্ব প্রতিবেদক :
পদ্মা পাড়ের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মাতা রাশিদ পলাশ নির্মাণ করছেন ‘পদ্মাপুরাণ’। সিনেমাটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন এর নির্মাতা। এ প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘পদ্মাপুরাণ একটা যুদ্ধ ছিল আমাদের জন্য। পদ্মানদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছিলাম আমরা। পুরো টিমের আকুণ্ঠ সহযোগিতা ছাড়া কোনোভাবেই এটি সম্ভব হতো না। পুরো কৃতিত্ব টিমের। কোভিড পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সিনেমা হলে রিলিজ দিতে চাই ছবিটি।’ সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, চম্পা, শম্পা রেজা, প্রসুন আজাদ, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর, মারিয়া প্রমুখ। পূণ্য ফিল্মস প্রযোজিত সিনেমার চিত্রনাট্য করেছেন রায়হান শশী। পদ্মার পাড়ে বসবাস করে স্বল্প আয়ের মানুষ। তারা অভাবের তাড়নায় বিভিন্নরকম অপরাধ করে থাকে। এদের অধিকাংশ মাদকাসক্ত। এদের মধ্যে মাদক ব্যবসা করে রুনা নামে এক নারী। তিনি আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। এমন একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘পদ্মাপুরাণ’।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ