April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 13th, 2022, 7:25 pm

বিপিএলের প্লে-অফে মাঠে ফিরছে দর্শক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিপিএলের প্লে-অফ পর্ব থেকে দর্শক ফিরবে আগেই সেই সম্ভাবনার কথা জানা গেছে। তবে ঝুলে থাকা সরকারের সবুজ সংকেতও এবার পেয়ে গেলো বিসিবি। ৩-৪ হাজার দর্শক সুযোগ পাবেন মাঠে বসে খেলা দেখার, কিন্তু সাধারণ দর্শকদের জন্য বিক্রি হবে না কোনো টিকিট। ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমে এই স্বল্প সংখ্যক টিকিট পৌঁছাবে কেবল নির্দিষ্ট দর্শকদের কাছে। বিষয়টি নিশ্চিত করে রোববার মিরপুরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘আজকে সিদ্ধান্ত হয়েছে যে জনগণের যে একটা আকাক্সক্ষা ছিল, একটা ইচ্ছে ছিল যে বিপিএলটা মাঠে এসে দেখা। করোনার জন্য আমাদের যে একটা স্থবিরতা ছিল যে মাঠে দর্শকদের অনুমতি দেওয়া বন্ধ ছিল। তো সরকারের সাথে আমাদের কথার প্রসঙ্গে আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের আন্তরিক চেষ্টায় কিছু সংখ্যক দর্শককে মাঠে আসার জন্য অনুমতি পেয়েছি।’ ‘তিন থেকে চার হাজার দর্শক মাঠে খেলা দেখতে আসতে পাবে তবে এখানে যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য টিকিটগুলো সেল করতে হচ্ছে না, সেলিংয়ে যাচ্ছি না। এটা যে ফ্রাঞ্চাইজি গুলি আছে যারা পার্টিসিপেট করছে বিপিএলে তাদের সাথে এখানে যারা যারা সম্পৃক্ত তাদের মাধ্যমে আমরা টিকিটগুলো দর্শকদের কাছে পৌঁছে দিব যেন তিন থেকে চার হাজার দর্শক মাঠে ছড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খেলা দেখতে পারে।’ করোনা পরবর্তী বাংলাদেশের মাঠে দর্শক অনুমতি পায় সর্বশেষ পাকিস্তান সিরিজে। যেখানে ঢাকা ও চট্টগ্রামে দর্শকদের জন্য বরাদ্ধ ছিল ৫০ শতাংশ টিকিট। তবে হুট করে করোনা প্রভাব খারাপ দিকে যাওয়াতে চলতি বিপিএলের শুরু থেকে কোনো দর্শক অনুমোদন দেয়নি বিসিবি। অবস্থার উন্নতি ও দর্শকের আকাক্সক্ষা বিবেচনায় এবার প্লে-অফ ও ফাইনালে কিছু সংখ্যক দর্শক অনুমোদনের সরকারী অনুমতি পেলো দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। বিপিএলে সীমিত আকারে হলেও দর্শক ফেরাটা আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য ইতিবাচক বার্তা কীনা জানতে চাইলে তানভীর আহমেদ টিটু জানালেন পরিস্থিতি আরেকটু উন্নতি হলে সম্ভাবনা থাকছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু বিপিএল দিয়ে দর্শকদের আসার একটা সম্ভাবনা তৈরী হয়েছে আমরা আশা করছি আফগানিস্তানের খেলা শুরু হতে হতে আরো কিছুদিন পর তখন হয়ত আরেকটু শিথিলতা যদি চলে আসে সেই সময় সিদ্ধান্ত অনুযায়ী সেটা প্রয়োগ হবে।’