November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 21st, 2024, 8:40 pm

বিপিএলে আগ্রহ দেখিয়েছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়িয়েছে দুদিন আগে। সেই ২০১২ সালে আইপিএলের আদলে এই টুর্নামেন্ট শুরু হলেও এত বছরে ভালো একটা পর্যায়ে পৌঁছতে পারেনি লিগটি। বরং দিনকে দিন জৌলুস বাড়ার বদলে কমেছে। বিপিএলের পরে শুরু করা অনেক লিগ এখন এগিয়ে গেছে। জনপ্রিয়তার বিচারে শেষের সারিতেই রয়ে গেছে বিপিএল। যা নিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকরা খুশি নন। খুশি নন খেলোয়াড়রাও। এমন এক লিগে যদি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়, তবে কেমন হবে? ভক্তরা তো খুশিতে গদগদ করার কথা। তবে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা নাকি বিপিএলে আগ্রহ দেখিয়েছিল, বিসিবিই রাজি হয়নি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর। কিন্তু কেন রাজি হয়নি বিসিবি? ইসমাইল হায়দার মল্লিক সেই কারণও জানালেন।

তিনি বলেন, ‘আমরা এমন কিছু করতে চাই না যেখানে টুর্নামেন্টের অধিকার আমাদের হাতে থাকবে না এবং অন্য কারও কাছে চলে যাবে।’ আইপিএলের দলগুলোর বাংলাদেশে আসা নিয়ে প্রশ্নের জবাবে ইসমাইল হায়দার মল্লিক জানান, বিপিএলে দল কেনার ব্যাপারে তাদের কাছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো অনেকবার প্রস্তাব দিয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের মতোই টুর্নামেন্টটা চালাতে চায়। কোন কোন ফ্র্যাঞ্চাইজি আবেদন জানিয়েছিল, সে বিষয়ে অবশ্য পরিষ্কারভাবে জানাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা। এমনকি বিপিএলে দল কেনার ব্যাপারে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোও এখন পর্যন্ত মুখ খোলেনি। তবে আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি ভারতের বাইরেও নিজেদের দল তৈরি করেছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আইএলটি২০, এসএ২০, এমএলসি র মতো লিগে ফ্র্যাঞ্চাইজি কিনেছে।