March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 28th, 2021, 7:56 pm

বিপিএলে সবচেয়ে দামি দল কোনটি?

নিজস্ব প্রতিবেদক:

সোমবার শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফটস। ৬টি দল নিজেদের পছন্দের খেলোয়াড় বেছে নিয়েছে। এবার ‘এ’ ক্যাটাগরিতে থাকা দেশি ক্রিকেটারের পারিশ্রমিক ৭০ লাখ। বিদেশি ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক ৬৪ লাখ টাকার মতো। ড্রাফটের আগে সরাসরি দলভুক্ত করা দেশি-বিদেশি ক্রিকেটারদের নিঃসন্দেহে আরো বেশি পারিশ্রমিক দেওয়া হচ্ছে। ৮ জন বিদেশিসহ সর্বোচ্চ ২২ খেলোয়াড় নেওয়ার সুযোগ ছিল। তবে কোনো দলই এতজন ক্রিকেটার নেয়নি। এবার তাকানো যাক খেলোয়াড় কিনতে দলগুলোর খরচের দিকে। ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল খেলোয়াড়ের পেছনে মোট খরচ করেছে প্রায় ২৫ কোটি ৩ লাখ ৯ হাজার টাকা। এর মধ্যে সবচেয়ে ‘দামি দল’ ফরচুন বরিশাল। খেলোয়াড় কিনতে তাদের ব্যয় ৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন ৭০ লাখ টাকা। দলে আছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। তিনিও মোটা টাকা পেয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়ানস খরচ করেছে ৪ কোটি ৯৬ লাখ ৮৫ হাজার টাকা। তারা ৭০ লাখ টাকায় সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। এ ছাড়া দলটিতে আছেন তিন বিদেশি ফাফ ডু প্লেসি, মঈন আলী ও সুনিল নারাইনের মতো বিশ্বমানের তারকারা। এখন পর্যন্ত বিসিবির মালিকানাধীন ঢাকা ফ্র্যাঞ্চাইজি ৪ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার টাকা খরচ করেছে। এই দলে একসঙ্গে খেলবেন তিন সুপারস্টার তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ। তারা সবাই ‘এ’ ক্যাটাগরিতেই পারিশ্রমিক পাবেন। বিদেশিদের মধ্যে শ্রীলঙ্কার পেসার ইসুরু উদানা ‘এ’ ক্যাটাগরিতে পাবেন ৭৫ হাজার ডলার। এবারের সবচেয়ে সাদামাটা দল সিলেট সানরাইজার্সের খরচও কম নয় – ৪ কোটি ৫ লাখ ১৯ হাজার টাকা। ‘এ’ ক্যাটাগরিতে ৭০ লাখ টাকা পারিশ্রমিকে তারকা পেসার তাসকিন আহামেদকে তারা ড্রাফটের আগেই দলে টেনেছে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ইংল্যান্ডের রবি বোপারা পাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক। মুশফিকুর রহিমের মতো সিনিয়র আর সৌম্য সরকারের মতো তরুণ তারকাদের দলে নেওয়া খুলনা টাইগার্সের ব্যয় ৩ কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকা। মুশফিকুর রহিমকে আগেই ‘এ’ ক্যাটাগরির সরাসরি চুক্তিতে ৭০ লাখ টাকায় তারা দলে নিয়েছে। বিদেশিদের ড্রাফট থেকে শ্রীলঙ্কার সেকুজে প্রসন্নকে তারা ৪০ হাজার ডলার দিচ্ছে। সবচেয়ে কম খরচ করেছে তরুণদের নিয়ে গড়া দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের ব্যয় ৩ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা। জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে তারা ‘বি’ ক্যাটাগরির সরাসরি চুক্তিতে আগেই দলে নিয়েছে। বিদেশিদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের চ্যাডউইক ওয়ালটন ও রায়াদ এমরিত ‘সি’ ক্যাটাগরিতে ৪০ হাজার ডলার করে পারিশ্রমিক পাবেন।