April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 26th, 2021, 7:20 pm

বিপিএল শুরুর আগেই জুয়ার প্রস্তাব!

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) উত্তেজনা শুরু হয়ে গেছে। এরইমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্ট শুরু ও প্লেয়ার্স ড্রাফটের সময়। ঘোষণা করা হয়েছে প্রাইজমানিও। যদিও মাঠের খেলা শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি, তাই বলে ক্রিকেট জুয়াড়িরা বসে নেই। প্লেয়ার্স ড্রাফটের আগেই গুরুত্বপূর্ণ এক ক্রিকেটারের কাছে এসেছে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব! দেশের অন্যতম শীর্ষ এক দৈনিক এই খবর ছেপে জানিয়েছে, প্রস্তাব পাওয়া ওই ক্রিকেটার এরইমধ্যে বিষয়টি অবহিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিটকে। টুর্নামেন্ট শুরুর আগেই তাই নড়েচড়ে বসার কথা বিপিএল কর্তৃপক্ষের। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কিছুদিন আগে জাতীয় দলের অপরিহার্য এক টপ অর্ডার এবং বিপিএলে দারুণ ধারাবাহিক এক ব্যাটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘কোনও ক্রিকেটার আমাদের দুর্নীতি দমন ইউনিটকে কিছু রিপোর্ট করেছেন কিনা, সে ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে চাই না। এই ব্যাপারে আমাদের একটি ডিপার্টমেন্ট আছে। আশা করি, তারা উপযুক্ত ব্যবস্থা নেবে এবং আমাদের অবহিত করবে।’ একই সঙ্গে ক্রিকেটারদের এভাবে এগিয়ে আসাকে স্বাগত জানিয়েছেন তিনি, ‘সব ক্রিকেটারকে এ ধরনের ঘটনা যথাসময়ে জানানোর ব্যাপারে সচেতন করা হয়। ক্রিকেটাররা এগিয়ে এলে এই জাতীয় সমস্যা মোকাবেলা করা আমাদের জন্য সহজ হয়ে যায়।’ এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে সোমবার। আর টুর্নামেন্ট শুরু হবে ২১ জানুয়ারি। এবারের টুর্নামেন্টে প্রাইজমানি ধরা হয়েছে চ্যাম্পিয়ন ১ কোটি ও রানার্স-আপ ৫০ লাখ টাকা।