July 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 2nd, 2024, 8:36 pm

বিপৎসীমার ওপরে মুহুরীর পানি, ফেনীর বেশ কয়েকটি গ্রাম প্লাবিত

ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক ও ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে।

এদিকে, সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার থেকে ফুলগাজী কাঁচা বাজার-সংলগ্ন এলাকা দিয়ে পানি প্রবেশ করেছে। এছাড়া বাঁধের চারটি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রাম প্লাবিত হয়। এছাড়া পরশুরাম উপজেলার দক্ষিণ শালধর এলাকার জহির চেয়ারম্যানের বাড়ি-সংলগ্ন বাঁধের একটি অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে মালিপাথর, নিলক্ষ্মী ও পাগলিরকুল এলাকা প্লাবিত হয়েছে।

পরশুরামের চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘দক্ষিণ শালধর এলাকার মুহুরী নদীর বাঁধে ভাঙনের শুরু হয়। গত বছরের ভাঙা স্থানের পাশে বাঁধের আরেকটি অংশে এবার ভাঙন দেখা দিয়েছে।’

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মো. হারুন মজুমদার বলেন, ‘বাঁধ ভাঙার কথা জেলা প্রশাসককে জানানো হয়েছে। লোকালয় ক্ষতিগ্রস্ত হলে তা মোকাবিলায় পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে।’

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, ‘বন্যা মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।’

উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী আবু হেনা মেহেদী বলেন, ‘চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ২২৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। পুরো আমন মৌসুমে ৩০০ হেক্টর বীজতলা তৈরি করা হবে। তবে আমন ধান রোপণের আরও মাসখানেক দেরি থাকায় ক্ষতির তেমন সম্ভাবনা নেই।’

ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহরিয়ার হাসান বলেন, ‘গত কয়েকদিন টানা বৃষ্টি থাকায় নদীতে পানির চাপ বেড়েছে। সোমবার দুপুর থেকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সন্ধ্যার পর পানির চাপ আরও বাড়ায় ফুলগাজী বাজারসহ আশপাশে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বাঁধের বিভিন্ন অংশ উপচে লোকালয়ে পানি ঢুকছে।’

পানি বাড়লে বাঁধের আরও কয়েকটি অংশে ভাঙনের আশঙ্কা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

—–ইউএনবি