November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 14th, 2022, 8:36 pm

বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেটে’র কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করণে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড ও গ্রাম ভিত্তিক সমাজসেবা বিভাগের সমাজকর্মীদের কাজ করতে হবে ।
তিনি ১৪ ফেব্রুয়ারী সোমবার দুপুরে নগরীর বাগবাড়ী’র সমাজসেবা অধিদফতরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেট এর উদ্যোগে ও ইউনিসেফ এর সহযোগিতায় আয়োজিত ‘কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করণ’ সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেট এর উপ-পরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে ও সহকারী পরিচালক
এস.এম মোক্তার হোসেনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক ছিলেন-বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেট এর পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন-জেলা পরিষদ, সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ,জেলা সমাজসেবা কার্যালয় হবিগঞ্জ এর উপ-পরিচালক হাবিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয় মৌলভীবাজার এর উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী,জেলা সমাজসেবা কার্যালয় সুনামগঞ্জ এর উপ-পরিচালক সুচিত্রা রায়। এছাড়া জেলা সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালকবৃন্দ, উপজেলা সমাজসেবা অফিসার, প্রবেশন অফিসার, উপ-তত্ত্বাবধায়ক, ইউনিসেফের বিভাগীয় শিশু সুরক্ষা কর্মকর্তা এবং সি এস পি বি প্রকল্পের সমাজকর্মীরা উপ¯ি’ত ছিলেন।-