অনলাইন ডেস্ক :
দামেস্কের নিকটবর্তী একটি এলাকায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় আরটি। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১২টা ১৭ মিনিটে বিমান হামলা শুরু হয়। এটি দামেস্কের গ্রামাঞ্চলের একটি অবস্থানকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। সিরিয়া সরকার জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো গোলান মালভূমির দিক থেকে এসেছিল। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পরে কয়েকটি ক্ষেপণাস্ত্রগুলো গুলি করে ভূপাতিত করা হয়। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে এই অঞ্চলটি ইসরায়েলের দখলে রয়েছে। হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। দামেস্কের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় দুই সিরীয় সেনা আহত হয়েছেন। গত সপ্তাহে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বিমানবন্দরের রানওয়ে একটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। দুই দিনের জন্য বিমান চলাচল বন্ধ ছিল। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের উপস্থিতি কমাতে ইসরায়েল বারবার সিরিয়ার ভূখ-ে হামলা চালিয়ে আসছে। দেশটিতে তেহরান ও মস্কো এখন দামেস্ককে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগের মেয়াদে স্বীকার করেছেন, কয়েক বছরে এ ধরনের ‘শত শত’ হামলা হয়েছে। সিরীয় কর্তৃপক্ষ ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়েছে। তেল আবিব দেশটির সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু