March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 15th, 2023, 3:24 pm

বিয়ানীবাজার হাসপাতালে ডাক্তারদের বৈকালিক চেম্বার শুরু হয়নি

জেলা প্রতিনিধি, সিলেট :

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের বৈকালিক চেম্বার এখনো শুরু হয়নি। সরকার প্রাথমিকভাবে দেশের যে ১০টি জেলা ও ২০টি উপজেলার হাসপাতালে চেম্বার সুবিধা চালু করেছে বিয়ানীবাজার সেই তালিকায় নেই। অবশ্য সরকারের এই উদ্যোগ সফল হলে সারাদেশেই তা চালু করা হবে।গত ৩০শে মার্চ থেকে স্বাস্থ্য মন্ত্রনালয় সরকারি ডাক্তারদের জন্য হাসপাতালের চেম্বারে রোগী দেখার সুযোগ করে দেয়।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান জানান, সরকারের এই পাইলট প্রকল্পে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম নেই। সরকারি নির্দেশনা পেলে বিয়ানীবাজারেও তা চালু করা হবে।স্থানীয় সচেতন মহলের দাবী, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের বৈকালিক চেম্বার শুরু হলে সাধারণ মানুষ উপকৃত হবে। এতে কম টাকায় রোগীরা চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

সূত্র জানায়, চেম্বারে অধ্যাপকদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা এবং সহযোগী অধ্যাপকদের জন্য ৩০০ টাকা, সহকারী অধ্যাপকদের জন্য ২০০ টাকা ও জুনিয়র ডাক্তারদের জন্য ১৫০ টাকা। এছাড়া হাসপাতাল কর্মী ও নার্সদের জন্য রোগীদের আরও ৫০-১০০ টাকা দিতে হবে।

হাসপাতালে ডাক্তারদের বৈকালিক চেম্বার শুরু না হওয়ায় এখানকার রোগী সাধারণ প্রাইভেট চেম্বারে গিয়ে পরামর্শ নিচ্ছেন।