September 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 29th, 2024, 8:11 pm

বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ৫

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক শিশুসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটকদের রবিবার (২৯ সেপ্টেম্বর) বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম জানান, মেইন সীমান্ত পিলার থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপাপাড়ায় ৫ জনকে আটক করেছেন তারা।

আটকরা হলো- দিনাজপুরের খানসামা উপজেলার টাংগুয়া গ্রামের বাসিন্দা প্রভাস চন্দ্র রায়ের ছেলে শ্রী পঞ্চনন চন্দ্র রায় (৩৩), তার স্ত্রী তাপসী রানী রায় (২৮), ৩ বছর বয়সি শিশু দীপ্ত চন্দ্র রায়। এছাড়াও বীরগঞ্জের সুজালপুর গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী তপু চন্দ্র রায় (১৯) এবং রাজশাহী জেলার গোদাগাড়ীর বৃন্দাবনপুর গ্রামের আদিবাসী নৃ- তাত্তিক ক্ষুদ্র জাতির হরেন হেম্রমের মেয়ে পাওলিনা হেম্রম(১৪)।

অবৈধভাবে সীমান্ত পারাপারে দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

—–ইউএনবি