March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 8th, 2022, 8:25 pm

বিশ্বকাপের আগেই মুখোমুখি ভারত-পাকিস্তান

অনলাইন ডেস্ক :

সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। তবে বিশ্বকাপের আগেই শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এশিয়া কাপে আগামী ২৮ আগস্ট ২২ গজে দেখা হয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তানের। অবশ্য আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠেয় এশিয়া কাপের পঞ্চদশ আসরের সূচি এখনো চূড়ান্ত হয়নি। শ্রীলঙ্কার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একই গ্রুপে আছে ভারত এবং পাকিস্তান। ২৮ আগস্ট মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখা হবে ভারত ও পাকিস্তানের। সর্বশেষ ম্যাচে ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে এটাই ছিল ভারতের প্রথম পরাজয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত ফর্মেটে। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। মূলত ২০২০ সালে হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত করা হয়েছিল। টুর্নামেন্টে রেকর্ড ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলংকা। দু’বার জিতেছে পাকিস্তান।