November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 17th, 2022, 7:55 pm

বিশ্বকাপের আগে জার্মানীতে প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র ও জাপান

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জাপানের বিপক্ষে জার্মানীতে প্রীতি ম্যাচ খেলা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র। আগামী ২৩ সেপ্টেম্বরে ডাসেলডর্ফে ম্যাচটি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বেহল্টার কাতার বিশ্বকাপকে সামনে রেখে ইউরোপে একাধিক প্রীতি ম্যাচ খেলার অনুরোধ করেছিলেন। যুক্তরাষ্ট্র জাতীয় দলের বেশ কিছু তারকা ইউরোপিয়ান বিভিন্ন লিগে খেলে থাকে। যাদের মধ্যে অন্যতম হলেন ক্রিস্টিয়ান পুলিসিচ, সারগিনো ডেস্ট ও জিও রেইনা। যে কারণে বেলহল্টার ইউরোপে ম্যাচ খেলার প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন। আগের পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী সৌদি আরবের বিপক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মরসিয়াতে একটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। কিন্তু জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচটির ভেন্যু তখনো ঠিক হয়নি।
আগামী ২১ নভেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুক্তরাষ্ট্র। এরপর ইংল্যান্ড ও ইরানের মধ্যকার ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে। এর আগে বিশ্বকাপের প্রস্তুতিমূলক দুই ম্যাচে মরক্কোকে ৩-০ গোলে পরাজিত করলেও উরুগুয়ের সাথে গোলশুণ্য ড্র করেছিল যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে নভেম্বরে কাতার সফরে যাবার আগে বিশ্বকাপের চারটি ভিন্ন দলের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে যুক্তরাষ্ট্র।