April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 31st, 2022, 7:54 pm

বিশ্বকাপের ফাইনাল হবে পূর্বাচলে: পাপন

অনলাইন ডেস্ক :

আগামী কয়েক বছরের এফটিপিতে বাংলাদেশে বড় টুর্নামেন্ট ছিল মাত্র একটি। কিন্তু সম্প্রতি ২০২৪ নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো নারী ক্রিকেটের বড় ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামে আয়েজনের পরিকল্পনা করছে বিসিবি। নতুন স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল আয়োজনের এই পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্বয়ং। রোববার আইসিসির সভা থেকে দেশে ফিরে বিমানবন্দরে বিসিবি প্রধান বলেন, ‘আমাদের আরেকটা চ্যালেঞ্জ সামনে। মেয়েদের বিশ্বকাপ। এই ইভেন্ট ওরা (আইসিসি) ইচ্ছে করেই আমাদের আয়োজন করতে দিয়েছে। মেয়েদের বিশ্বকাপে কয়েকটি দল অসম্ভব শক্তিশালী। খুব ফাইট দিতে পারে। ‘শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণকাজ প্রায় শেষ বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। সেখানে ফাইনাল আয়োজনের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আরেকটি চ্যালেঞ্জ হলো, এটি হয়তো করা সম্ভব হবে না, তবে চেষ্টা করব। ওই যে স্টেডিয়ামটা আছে পূর্বাচলে,ওইটা যদি শেষ করতে পারি, আমাদের সবই (কাজ) শেষ’ শুধু ঘোষণা বাকি…। ওখানে যদি আমরা ফাইনালটা দিতে পারি, খুব ভালো হয়। তো এই টার্গেট নিয়ে নামব। নাহলে বিকল্প জায়গা তো আছেই। ‘