November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 9th, 2021, 7:05 pm

“বিশ্বকাপে এই পিচে ব্যাটসম্যানরা অনেক ভালো করবে”

অনলাইন ডেস্ক :

মিরপুরের ব্যাটিং বধ্যভূমিতে পরপর দুটি সিরিজ জিতলেও বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা স্বস্তিতে ছিলেন না। কারণ কারও ব্যাটেই রান আসেনি। অনেকেই বলেছিলেন, স্পোর্টিং উইকেট পেলে রান করতে পারবেন ব্যাটসম্যানরা। শুক্রবার ওমানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই কাক্সিক্ষত উইকেট পেয়েছিল। প্রতিপক্ষ ওমান দুর্বল দল হলেও বাংলাদেশ ২০৭ রানের পাহাড় গড়ে ৬০ রানের জয় তুলে নিয়েছে। যা বিশ্বকাপে আত্মবিশ্বাস দেবে টাইগারদের। ম্যাচ শেষে বিসিবির পাঠানো ভিডিওবার্তায় তরুণ ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি বলেছেন, ‘আমরা একটা নতুন কন্ডিশনে এসেছি। আমরা এখানে যত ম্যাচ খেলতে পারব, ততই দলের জন্য ভালো। যেহেতু রাতের ম্যাচ ছিল, এটিও আমাদের জন্য ভালো ছিল। আমাদের ব্যাটসম্যানরা সবাই অনেক ভালো ব্যাট করেছে। উইকেট অনেক ভালো ছিল। আমাদের ব্যাটসম্যানরা অনেক স্বস্তিতে ছিল। আমি আশাবাদী আমাদের ব্যাটসম্যানরা এই পিচে বিশ্বকাপে অনেক ভালো করবে।’ আগামী ১৭ অক্টোবর ওমানের এই ক্রিকেট একাডেমি বাংলাদেশ বিশ্বকাপের অভিযান শুরু করবে। আবুধাবিতে আগামী মঙ্গলবার প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকালের আনঅফিসিয়া প্রস্তুতি ম্যাচে লিটন দাস খেলেন ৩৩ বলে ৫৩ রানের ইনিংস। নাঈম ৫৩ বলে ৬৬ আর নুরুল হাসান সোহান ১৫ বলে ৭ ছক্কায় ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তবে ব্যর্থ হন সৌম্য সরকার (৮) আর মুশফিকুর রহিম (০)।