April 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 4th, 2022, 7:32 pm

বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। মঙ্গলবার (৪ঠা অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে আসরের পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপিং প্রকাশিত হয়েছে। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। আসর শুরু হবে ১০ ফেব্রুয়ারি। বাংলাদেশের মেয়েরা লড়বে গ্রুপ-১-এ। সেখানে প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপ-২-এ লড়বে ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও আয়ারল্যান্ড। এবারের আসর হবে দক্ষিণ আফ্রিকার তিনটি ভেন্যুতে। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কেপটাউনে, একটি জোহানেসবার্গে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনাল হবে কেপটাউনে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। ২৬ ফেব্রুয়ারি হবে আসরের ফাইনাল। গত সেপ্টেম্বরে বাছাই পর্বে ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। দেখে নেওয়া যাক বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি :
১২ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, কেপটাউন
১৪ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জোহানেসবার্গ
১৭ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, কেপটাউন
২১ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, কেপটাউন