September 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 20th, 2023, 8:14 pm

বিশ্বকাপে নিউ জিল্যান্ডের মেয়েদের ইতিহাস গড়া জয়

অনলাইন ডেস্ক :

প্রথমবার ঘরের মাঠে বিশ্বকাপের ম্যাচ, গ্যালারিতে রেকর্ড দর্শক, উপলক্ষগুলি আরও দারুণভাবে রাঙিয়ে রাখল নিউ জিল্যান্ড। নরওয়ের বিপক্ষে অঘটনের জন্ম দিয়ে মেয়েদের বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের উল্লাসে ভাসল তাসমান সাগর পাড়ের দেশটি। অকল্যান্ডের ইডেন পার্কে বৃহস্পতিবার আসরের উদ্বোধনী ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন নরওয়েকে ১-০ গোলে হারায় নিউ জিল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলটি করেন হান্না উইলকিনসন। ১৯৯১ থেকে মেয়েদের বিশ্বকাপে পাঁচ আসরে ১৫ ম্যাচ খেলে কোনো জয় ছিল না নিউ জিল্যান্ডের। ১২টি তারা হেরেছিল, ড্র হয়েছিল ৩টি। অবশেষে নিজেদের ষষ্ঠ আসরে এসে কাক্সিক্ষত জয়ের স্বাদ পেল তারা।

১৯৯৫ সালের চ্যাম্পিয়ন নরওয়ের শুরুটা হলো হতাশায় মোড়ানো। বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগে রক্তক্ষয়ী এক ঘটনার সাক্ষী হয় অকল্যান্ড। নরওয়েয়ের টিম হোটেলের কাছাকাছি এক বন্দুকধারীর গুলিতে নিহত হন দুজন। গোলাগুলিতে বন্দুকধারীরও মৃত্যু হয়। আহত হন আরও ছয় জন। তাদের স্মরণে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিশ্বকাপের দুই আয়োজক দেশের একটি নিউ জিল্যান্ডে তেমন টিকেট বিক্রি হচ্ছিল না দেখে কিছুদিন আগে দেশটির চার ভেন্যু শহর অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন ও ডানেডিনের ২০ হাজার টিকেট বিনামূল্যে দেওয়ার কথা জানায় ফিফা। ইডেন পার্কে এ দিন উদ্বোধনী ম্যাচটি গ্যালারিতে বসে দেখেন ৪২ হাজার ১৩৭ জন। নিউ জিল্যান্ডে কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ড এটি। ইতিহাস গড়া জয়ে উপলক্ষটা রাঙিয়ে রাখল স্বাগতিকরা। আরেক আয়োজক দেশ অস্ট্রেলিয়া প্রথম দিনে খেলছে আয়ারল্যান্ডের বিপক্ষে।