অনলাইন ডেস্ক :
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ হাফিজের জায়গা হলেও স্কোয়াডে জায়গা হয়নি আরেক অভিজ্ঞ তারকা শোয়েব মালিকের। সোমবার দুপুরে এই স্কোয়াড ঘোষণা করে পিসিবি। ঘোষিত স্কোয়াডটি বিশ্বকাপ ছাড়াও নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলবে। মালিকের পাশাপাশি স্কোয়াডে জায়গা হয়নি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের। ফখর জামান, শাওনেওয়াজ দাহানি, উসমান কাদিরদের রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে।
একনজরে পাকিস্তানের স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়াইব মাকসুদ, আজম খান, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রিদি।
রিজার্ভ খেলোয়াড় : ফখর জামান, শাওনেওয়াজ দাহানি, উসমান কাদির।
সূত্র: ক্রিকবাজ
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা