November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 17th, 2022, 1:38 pm

বিশ্বজিৎ হত্যা মামলা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

২০১২ সালে বিশ্বজিৎ দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহ (৩৪) কিশোরগঞ্জের বাসিন্দা। ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

র‌্যাব-২ এর সিনিয়র অতিরিক্ত পরিচালক(মিডিয়া) মো. ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রবিবার রাতে নগরীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন জোটের দেশব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে টেইলারিং দোকানের কর্মচারী বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে কয়েকজন ছাত্রলীগকর্মী।

এরপর ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বিচারিক ট্রাইব্যুনাল হত্যা মামলায় আট ছাত্রলীগ কর্মীকে মৃত্যুদণ্ড এবং আব্দুল্লাহসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

২০১৭ সালের ৬ আগস্ট হাইকোর্ট রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং অন্য চার আসামির মৃত্যুদণ্ড- মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন এবং মীর নুরুল আলম লিমনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

—ইউএনবি