November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 22nd, 2022, 12:28 pm

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত সাড়ে ৫৪ কোটি ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫৪ কোটি ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৭২৯ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৪৩ হাজার ৫৭১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৮৭০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩৮ হাজার ৯০০ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ৬৫৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৮৯০ জনে।

ব্রাজিলে এ পর্যন্ত তিন কোটি ৩১ লাখ ৮২ হাজার ৪২২ জন করোনায় শনাক্ত হয়েছে। এর পাশাপাশি মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৬৯ হাজার ৪৩৬ জন।