April 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 11th, 2022, 7:34 pm

বিশ্বজুড়ে সংক্রমণ ৪০ কোটি ৫৬ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনা সংক্রমণ সাড়ে ৪০ কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ২৭৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৭ লাখ ৮৮ হাজার ৪৫৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ১৭৪ জন এবং মৃত্যুবরণ করেছে নয় লাখ ১৫ হাজার ৩৪৯ জন।

ইউরোপের দেশ রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৩ লাখ ২৩ হাজার ৯৭২ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ৩১ হাজার ৩০০ জন।

এদিকে বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৬০ জন এবং মারা গেছে পাঁচ লাখ ছয় হাজার ৫২০ জন।