April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 5th, 2022, 8:31 pm

বিশ্বজুড়ে সংঘাতে চরম মূল্য দিতে হচ্ছে শিশুদের

অনলাইন ডেস্ক :

বিশ্বজুড়ে চলমান সশস্ত্র সংঘাতে চরম মূল্য দিতে হচ্ছে শিশুদের। এতে হুমকির মুখে পড়েছে তাদের অধিকার। দিনকে দিন শিশুদের জন্য অনিরাপদ হয়ে উঠছে পৃথিবী। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে তুলে ধরা হয় এ তথ্য।বিশ্বজুড়ে দিনকে দিন বেড়ে যাচ্ছে শিশুদের ওপর হয়রানি, নির্যাতন। যুদ্ধ-সংঘাতের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে শিশুদের বসবাস হয়ে পড়ছে চরম অনিরাপদ। ইউনিসেফের এক প্রতিবেদন তুলে ধরেছে শিশুদের ওপর সহিংসতা আর নির্যাতনের নানা তথ্য। এই প্রতিবেদন অনুযায়ী ২০২১ সাল শিশুদের জন্য মোটেও নিরাপদ ছিল না। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যুদ্ধ-সংঘাত কেড়ে নিয়েছে তাদের স্বাভাবিক জীবন। বছরের প্রথম তিন মাসের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে শিশুদের অধিকার লঙ্ঘন করা হয়েছে চরমভাবে। শিশু অপহরণের ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে। এ ছাড়া যৌন সহিংসতা বেড়েছে ১০ শতাংশ। সোমালিয়া, কঙ্গো, নাইজেরিয়ার মতো আফ্রিকার দেশগুলোতে শিশু অপহরণ ও যৌন সহিংসতার ঘটনাগুলো সবচেয়ে বেশি। এর আগে বিশ্বজুড়ে ২০২০ সালে শিশু অধিকার লঙ্ঘনের ২৬ হাজার ৪২৫টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। ১৯৯৬ সালে সশস্ত্র সংঘাতে শিশুদের অধিকার নিশ্চিতে বিশেষ উদ্যোগ নেয় সংস্থাটি। তবে ২৫ বছরেও নিশ্চিত হয়নি তাদের সুরক্ষা। ইউনিসেফের প্রতিবেদনে গত ১৬ বছরে বিশ্বের বিভিন্ন সংঘাতকবলিত অঞ্চলে শিশদের বিরুদ্ধে চরম ভয়াবহতার ২ লাখ ৬৬ হাজার ঘটনা নিশ্চিত করা হয়। যুদ্ধকবলিত আফগানিস্তানে ২০০৫ সালের পর থেকে ২৮ হাজার ৫ শতাধিক শিশু হতাহত হয়। এরপর ২০১৫ সালের ইয়েমেনে সংঘাতে অন্তত ১০ হাজার শিশু হতাহতের কথা উল্লেখ করা হয়। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বিশ্বব্যাপী শিশুদের ওপর হামলা বন্ধ ছাড়াও বিভিন্ন অঞ্চলে বিদ্যমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দেন।